নয়াদিল্লি, ৫ জুন (হি.স.): দিল্লি ক্যান্টনমেন্ট থানায় পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলাকালীন রহস্যজনকভাবে মৃত্যু হল একজন যুবকের। মৃত যুবকের নাম হল, সুমীত। পুলিশি জিজ্ঞাসাবাদ চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সুমীত, তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কী কারণে মৃত্যু হল ওই যুবকের, তা জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
এ ব্যাপারে বুধবার সকালে দিল্লি পুলিশের পদস্থ এক কর্তা জানিয়েছেন, সুমীত নামে একজন যুবককে হেফাজতে নিয়ে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় জিজ্ঞাসাবাদ করার সময় অসুস্থ হয়ে পড়ে ওই যুবক। জিজ্ঞাসাবাদের সময় ওই যুবক অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।