নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন ৷৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নাবালিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মোবাইলে চার্জ দিতে গিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার ভারতচন্দ্র নগর ব্লকের নেতাজি সুভাষ নগরের বাসিন্দা পেশায় গাড়ি চালক সুদীপ ভৌমিকের মেয়ে রিম্পি ভৌমিক (১৬)-এর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে৷ রিম্পি এ-বছর ঈশানচন্দ্র নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল৷ তাঁর অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
জানা গিয়েছে, সুদীপ ভৌমিক অসুস্থ৷ তাই, হাসপাতালে ভরতি রয়েছেন৷ তাঁর স্ত্রী স্বামীকে দেখাশুনার জন্য সারাক্ষণ হাসপাতালেই থাকেন৷ ফলে, বাড়িতে তাঁদের মেয়ে রিম্পি তাঁর ঠাকুমার সাথে থাকে৷
আজ সকাল প্রায় সাড়ে ১০টা নাগাদ বাবা ও মা-র জন্য রান্না করার সময় মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় রিম্পি৷ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে৷ তার ঠাকুমা ঘটনাটি টের পেয়ে চিৎকার শুরু করেন৷ তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রিম্পিকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷
খবর পেয়ে হাসপাতালে হাজির হয় পুলিশ৷ মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷ এদিকে, চিকিৎসাধীন রিম্পির বাবা ও মা সন্তানের মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে পড়েছেন৷