শাহজাহানপুর, ৩১ মে (হি.স.) : এক বিবাহিত মহিলাকে ধর্ষণ করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের শাহজাহানপুরে। শুক্রবার পুলিশের তরফ থেকে এই তথ্য জানা গিয়েছে।
উত্তর প্রদেশের শাহজাহানপুরে এক বিবাহিত মহিলাকে ধর্ষণ করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (গ্রামীণ) সুভাষ চান্দ্রা শাক্য জানিয়েছেন, এপ্রিলের ১০ তারিখে নিগৃহীতা মহিলা যখন তাঁর বাড়িতে ঘুমোছিলেন তখন অভিযুক্ত দুই যুবক তাঁকে ধর্ষণ করে। ঘটনায় মহিলার স্বামী দুই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে। দুই অভিযুক্ত যুবকের নাম, নীলেশ এবং শ্যামু পাল।
এসপি সুভাষ চান্দ্রা শাক্য আরও জানিয়েছেন, সামাজিক লজ্জার হাত থেকে বাঁচতে মহিলার স্বামী এবং তিনি এতদিন পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেনি। কিন্তু দুদিন আগে নীলেশ এবং শ্যামু পাল ধর্ষণের ছবির ভিডিও তৈরি করে সেটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। তারপরই বৃহস্পতিবার নিগৃহীতার স্বামী একটি কেস রেজিস্ট্রার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এসপি সূত্রে এই তথ্য জানা গিয়েছে।