নয়াদিল্লি, ৩১ মে (হি.স.): নতুন অধ্যায়ের সূচনা হয়ে গিয়েছে ৩০ মে থেকেই| বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী| শপথ নেন মোট ৫৭ জন মন্ত্রীও| কে কে পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী হচ্ছেন, তা শপথের সময়ই জানা গিয়েছিল| আর শুক্রবার দুপুরে ঘোষিত হল কে কোন মন্ত্রক পাচ্ছেন| নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় বিদেশমন্ত্রকের দায়িত্ব দেওয়া হল ড. সুব্রহ্মণম জয়শঙ্করকে| নতুন প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল রাজনাথ সিংকে, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ|
এছাড়াও অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হল প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণকে| নীতীন গড়কড়ির দায়িত্বে কেন্দ্রীয় রোড ট্রান্সপোর্ট ও হাইওয়ে মন্ত্রক| রেলমন্ত্রকের দায়িত্ব দেওয়া হল পীযূষ গোয়েলকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন প্রকাশ জাভড়েকর| পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মন্ত্রী হলেন ধর্মেন্দ্র প্রধান| সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হলেন মুক্তার আব্বাস নকভি| আইন মন্ত্রকের দায়িত্বে রবিশঙ্কর প্রসাদ|