নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): আবারও বাড়ানো হল গ্রেফতারি এড়াতে রক্ষাকবচের মেয়াদ| সাময়িকের জন্য হলেও, এয়ারসেল-ম্যাক্সিস অর্থ তছরুপ মামলায় দিল্লির একটি আদালতে ফের স্বস্তি পেলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পালানিয়াপ্পন চিদম্বরম| শুধুমাত্র পি চিদম্বরমই নন, এয়ারসেল-ম্যাক্সিস মামলায় পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমেরও রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয়েছে| আগামী ১ আগস্ট পর্যন্ত পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তি চিদম্বরমকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করেছে দিল্লির একটি আদালত| এযাবত্ বাবা-ছেলেকে গ্রেফতার করতে পারবে না এয়ারসেল-ম্যাক্সিস মামলার তদন্তকারী সংস্থা|
উল্লেখ্য, এয়ারসেল-ম্যাক্সিস অর্থ তছরুপ মামলায় অন্যতম মূল অভিযুক্ত পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম| এই মামলায় ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে কার্তিকে গ্রেফতারও করেছিল সিবিআই| কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, মন্ত্রী থাকাকালীন এয়ারসেল-ম্যাক্সিস চুক্তিতে ছেলেকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন চিদম্বরম| এয়ারসেল ম্যাক্সিস মামলায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) ছাড়াও পৃথক মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| তদন্তকারী সংস্থার মামলার প্রেক্ষিতে ও গ্রেফতারি এড়াতে একাধিকবার অন্তর্বর্তীকালীন সুরক্ষার জন্য দিল্লির একটি আদালতে আবেদন করেছিলেন পি চিদম্বরম ও তাঁর পুত্র কার্তি|
বৃহস্পতিবার ফের পি চিদম্বরম ও তাঁর পুত্রকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করেছে আদালত| আগামী ১ আগস্ট পর্যন্ত পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তি চিদম্বরমের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয়েছে| প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার গ্রেফতারি থেকে রেহাই পেয়েছিলেন পি চিদম্বরম ও তাঁর পুত্র কার্তি|