নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ বুধবার সকালে রাজধানী আগরতলা শহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের বাড়ির কাছাকাছি স্থানে মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করেছে ছিনতাইবাজরা৷ স্থানীয়রা ধাওয়া করে বাইক সহ একজন ছিনতাইবাজকে আটক করেছেন৷ অপর এক ছিনতাইবাজ পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকার ছিনতাইয়ের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ বুধবার সকালে রাজধানী আগরতলা শহর এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীররঞ্জন মজুমদারের গলি থেকে এক মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে নিয়ে গেছে৷
দুই যুবক বাইক করে এসে এই ঘটনা সংগঠিত করে৷ যে মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই হয়েছে তার নাম অঞ্জলি দত্ত৷ তারা দুইজন মিলে বটতলা থেকে নিজবাড়ি মাস্টারপাড়া যাচ্ছিলেন৷ তখন সকাল পৌনে নয়টা৷ হঠাৎ দুই যুবক বাইকে করে এসে অঞ্জলি দত্ত নামে মহিলার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা৷ মহিলাদের চিৎকারে লোকজন বেরিয়ে আসেন৷ ছিনতাইকারীদের পেছনে ধাওয়া করলে এক ছিনতাইকারী ডেগার উচিয়ে পালিয়ে যায়৷ বাইক সহ এক ছিনতাইকারীকে স্থানীয়রা আটক করতে সক্ষম হয়৷ আটক ছিনতাইকারীকে উত্তম-মধ্যম দিয়ে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷
ঘটনাকে কেন্দ্র করে রাজধানী আগরতলা শহর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ পুলিশের ভূমিকাতেও ক্ষোভ বাড়ছে৷