নয়াদিল্লি, ২৯ মে (হি.স.) : প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। এই শপথগ্রহণ অনুষ্ঠানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ না করলেন উপস্থিত থাকবেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী এবং দলের সভাপতি রাহুল গান্ধী। বুধবার কংগ্রেসের তরফে এমনই জানানো হয়েছে।
বৃহস্পতিবার শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৫৩ আসনে জয় লাভ করে সরকার গড়তে চলেছে। সেই উপলক্ষ্যে সবকটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই উপলক্ষ্যে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। পাশাপাশি উপস্থিত থাকবেন গুলাম নবি আজাদ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ২০১৪ সালেও নরেন্দ্র মোদীর শপথগ্রহণে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী।
বৃহস্পতিবার দিল্লির রায়সিনহা হিলসে অবস্থিত রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।