BRAKING NEWS

এটিএম বিভ্রাট

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৮ মে ৷৷ গত ২০ মে খোয়াই অফিসটিলা এসবিআই এটিএম এ টাকা তোলার জন্য গিয়েছিলেন সরকারী আইনজীবি উৎপল ভৌমিক৷ সমস্ত প্রক্রিয়া মেনে এটিএম থেকে টাকা তোলার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন৷ কিন্তু কিছুক্ষণ পর উৎপল ভৌমিকের মোবাইলে এসএমএস আসে ৭ হাজার ৫শ টাকা তোলা হয়েছে বলে৷ যার আইডিনং এনফিইউসিও০০০৷

মূলত সরকারী মুহুরিদের বেতন ভাতা সরকারী আইনজীবিদের ব্যাঙ্ক একাউন্টে আসে৷ সেখান থেকে আইনজীবিরা মুহুরিদের একাউন্টেসেই বেতন ভাতার টাকা ট্রান্সফার করে দেন৷ এদিন মুহুরি বিশ্বজিৎ দেবরায়ের বেতন ভাতার টাকা তোলার জন্য এটিএম এ গিয়েছিলেন আইনজীবি উৎপল ভৌমিক৷ কিন্তু এমন ঘটনা প্রত্যক্ষ করে তিনি অবাক হয়ে যান৷ সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান ইউকো ব্যাঙ্ক, খোয়াই শাখায়৷ ম্যানেজার একটি ফরম পূরণ করে দিতে বলেন এবং ২-১ দিনের মধ্যে টাকা ব্যাঙ্ক একাউন্টে চলে আসবে বলেও আশ্বস্ত করেন৷ কিন্তু ঘটনার ৮ দিন অতিক্রান্ত হয়ে গেলেও আইনজীবি উৎপল ভৌমিকের একাউন্টে ৭,৫০০ টাকা এখনও ঢুকেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *