নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৮ মে ৷৷ ড্রাগস সেবনে আবারো খোয়াইতে এক যুবকের মৃত্যু৷ খোয়াইতে গজিয়ে উঠা ব্রাউন সুগারের রমরমা ব্যবসাকেই এর জন্য দায়ী করা হচ্ছে৷ প্রতিদিন খোয়াইয়ের পুলিশ বিভিন্ন সময় ব্রাউন সুগারেরগোপন ডেরায় হানা দিচ্ছে৷ মৃত্যু হয় ড্রাগসের অতিরিক্ত সেবনের ফলে৷ উপজাতি যুব সমাজ এই নেশার কবলে ধবংস হয়ে যাচ্ছে৷ এর মধ্যে সোমবার খোয়াই চাম্পাহাওড় থানা এলাকার বড়ইবাড়ি গ্রামে মৃত্যু হল বিশাল দেববর্মা নামে ২৫ বছরের এক যুবকের৷
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকাল ৯টায় ঘুম থেকে উঠে বিশাল অসুস্থ্যতা বোধ করে৷ কথা বলতে বলতেই বিশাল মাটিতে লুটিয়ে পড়ে৷ শরীরের সমস্ত শক্তি সে হাড়িয়ে ফেলেছিল৷ সঙ্গে সঙ্গেই বিশালরে পরিবারের লোকজন তাকে তুলাশিখর প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু হাসপাতালে পৌছানোর আগেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ হাসপাতালে পৌছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে৷ এদিকে স্থানীয়দের থেকে জানা যায়, বিশাল দেববর্মা সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস গ্রহণ করত৷ সে পল্ট্রি মোরগের ব্যবসায়ী ছিল৷ পিতা অজিত দেববর্মা ছেলের মৃত্যুতে স্তম্ভিত৷ বিশালের মৃত্যুতে গোটা বড়ইবাড়ি এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷