BRAKING NEWS

মোদী একজন ক্যারিশমাটিক নেতা : রজনীকান্ত

চেন্নাই, ২৮ মে (হি.স.): ‘মহাগঠবন্ধন’-এর পারফরম্যান্স মোটেও আশানুরুপ ছিল না সপ্তদশ লোকসভা নির্বাচনে| ভালো ফলাফল করতে পারেনি জাতীয় কংগ্রেসও| পেরেছে শুধু বিজেপিই| উনিশের লোকসভা নির্বাচনে বিরোধীদের কার্যত ধরাশায়ী করে বিজেপি একাই ৩০৩টি আসনে জয়লাভ করেছে| ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র এই জয় আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরই জয়, এমনই মনে করেন তামিল সুপারস্টার রজনীকান্ত|

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে রজনীকান্ত বলেছেন, ‘এই জয় নরেন্দ্র মোদীর জয়| তিনি একজন ক্যারিশমাটিক (অসাধারণ দক্ষতা সম্পন্ন) নেতা| জওহরলাল নেহরু এবং রাজীব গান্ধীর পর তিনিই এখন দেশের ক্যারিশমাটিক নেতা|’ আগামী ৩০ মে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী| ওই দিন নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রজনীকান্তকেও আমন্ত্রণ জানানো হয়েছে| এদিন রজনীকান্ত জানিয়েছেন, ‘নরেন্দ্র মোদীজীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমি যাবো|’

এদিকে, লোকসভা নির্বাচনে পরাজয়ের দায় নিজের কাঁধে নিয়ে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তে অনড় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| রাহুলের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, পদ ছাড়ার ব্যাপারে কোনও দ্বিমত নেই| রাহুল প্রতিজ্ঞাবদ্ধ| কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রতি তামিল অভিনেতা রজনীকান্তের বার্তা, ‘তাঁর (রাহুল গান্ধী) ইস্তফা দেওয়া মোটেও উচিত নয়| তাঁর প্রমাণ করা উচিত যে, সেও কিছু করে দেখাতে পারে| গণতন্ত্রে বিরোধীদেরও শক্তিশালী হওয়া উচিত|’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *