নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ ভাটি ফটিকছড়ায় মিঠু ভৌমিক হত্যাকাণ্ডে আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এখনও পর্যন্ত এই হত্যাকাণ্ডে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে৷ এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷ পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে৷ লেফুঙ্গা থানার ওসি নকুল দেববর্মা জানিয়েছেন, এই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে৷

উল্লেখ্য, গত শনিবার রাতে বন্ধুর সঙ্গে বাইকে ফেরার সময় তাকে হত্যা করা হয়েছিল৷ এই ঘটনাকে কেন্দ্র করে ভাটি ফটিকছড়া এলাকায় এখনও টান টান উত্তেজনা বিরাজ করছে৷ এ নিয়ে রাজনীতির জলও অনেক দূর পর্যন্ত গড়িয়েছে৷ রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অখ্যায়িত করেছিলেন৷ কিন্তু পুলিশ এব্যাপারে যাদেরকে গ্রেপ্তার করেছে তা থেকে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি কোন রাজনৈতিক হত্যাকাণ্ড নয়৷