নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ অগ্ণিকান্ডে পুড়ে ছাই আমবাসা ডলফিন হোটেল৷ রবিবার রাত ২টা নাগাদ আচমকা ডলফিন হোটেলে আগুন লেগে যায়৷ হোটেলের পাশেই ছিল মালিক নবেন্দু দে এর বাড়ি৷ রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে চমকে উঠেন৷ সাথে সাথে খবর দেওয়া হয় আমবাসা দমকল বাহিনীকে৷ কিন্তু প্রায় এক ঘন্টা পর আসে দমকল বাহিনী৷ ততক্ষণে ডলফিন হোটেলটির বিভিন্ন অংশ পুড়ে ছাই হয়ে যায়৷ হোটেলটির সাথেই ছিল একটি পানের দোকান৷

সেই দোকানটিও পুড়ে ছাই হয়ে যায়৷ হোটেল ও দোকানের সাথে একটি গাড়ি ও পুড়ে যায়৷ কিছুক্ষণ পর দমকল বাহিনীর কর্মীরা আসলেও শেষ রক্ষা হয়নি৷ এক সাক্ষাৎকারে ডলফিন হোটেলের মালিক নবেন্দু দে জানান গভীর রাতে হোটেলে আগুন লেগে যায়, কিভাবে আগুন লাগে তা জানা যায়নি, এদিকে তিনি দমকল বাহিনীর কর্মীদের উপর নিজের খোব উগরে দেন৷ জানা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ত্রিশ লক্ষাধিক টাকা৷ এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ৷ এদিকে এই ঘটনায় আমবাসায় চাঞ্চল্য সূষ্টি হয়েছে৷