পাটনা, ২৭ মে (হি.স.) : লোকসভা নির্বাচনে চূড়ান্ত ভরাডুবি পর এবার দলের অন্দরেই বিরোধিতার মুখে পড়লেন আরজেডি নেতা তেজস্বী যাদব। রাজ্যের বিরোধী দলনেতার পদ থেকে পদত্যাগ করা উচিত তেজস্বী যাদবের। সোমবার এমনই দাবি করলেন আরজেডির বিক্ষুব্ধ নেতা মহেশ যাদব।
সদ্যসমাপ্ত নির্বাচনে বিহার এবং ঝাড়খণ্ডে কোনও আসন পায়নি আরজেডি। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মহেশ যাদব বলেন, পরিবারতন্ত্রের রাজনীতিতে মানুষ হতাশ হয়ে পড়েছে। তাই রাজ্যের বিরোধী দলনেতার পদ থেকে সরে দাঁড়ানো উচিত তেজস্বী যাদবের। তাঁর জায়গায় কোনও বর্ষীয়ান নেতাকে এই দায়িত্ব দেওয়া উচিত। পরিবারতন্ত্রের রাজনীতি শেষ না হলে দল ভেঙে পড়বে এবং দলের বেশির ভাগ নেতা কর্মীরা অন্যত্র চলে যাবে। বর্তমানে দলের বহু নেতা তার সঙ্গে সহমত পোষণ করছে বলে জানিয়েছেন মহেশ যাদব।
মহেশ যাদব আরও বলেন, জেডি(ইউ) নেতা নীতিশ কুমারের সঙ্গে জোট করে ভাল করেছিল আরজেডি। কিন্তু তারপরই পরিবারতান্ত্রিক রাজনীতির ফলে মন্ত্রী হন তেজস্বী যাদব। পাশাপাশি রাবরি দেবীকেও বিধানসভায় দলের নেত্রী করা হয়। এইগুলি দেখে এখন বিরক্ত রাজ্যবাসী।