BRAKING NEWS

রাজধানীতে কংগ্রেসের ভরাডুবির কারণ খতিয়ে দেখতে কমিটি গঠন

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.) : দিল্লিতে সাতটি লোকসভা আসনের সবকটিতে হারতে হয়েছে কংগ্রেসকে। দেশের রাজধানী শহরে দলের ভরাডুবির কারণ খতিয়ে দেখার জন্য সোমাবার পাঁচ সদস্যের কমিটি গঠন করল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। 

নির্বাচনে দলীয় প্রার্থীদের হারের কারণ জানতে এবং প্রতিটি কেন্দ্রে দলের সাংগঠনিক ক্ষমতা খতিয়ে দেখতে এই কমিটি গড়া হয়েছে। পাশাপাশি ২০২০ সালে দিল্লিতে বিধানসভা নির্বাচন, সেই লক্ষ্যে কি পদক্ষেপ নেওয়া উচিত তাও এই  কমিটি প্রস্তাব করবে। দশের দিনের মধ্যে দিল্লির প্রদেশ কংগ্রেস সভাপতি শীলা দীক্ষিতের কাছে রিপোর্ট পেশ করবে এই কমিটি। এই কমিটিতে রয়েছেন প্রাক্তন সাংসদ পারভেজ হাসমি, ড. এ কে ওয়ালিয়া, প্রাক্তন মন্ত্রী ড. যোগানন্দ শস্ত্রী, জাতীয় মুখপাত্র পবন খেরা, প্রাক্তন বিধায়ক জয়কিষণ। দিল্লিতে লোকসভা নির্বাচনে ২০১৪ সালের তুলনায় ২০১৯ দশ শতাংশ ভোট বাড়িয়েছে বিজেপি। সব মিলিয়ে ৫৬ শতাংশ ভোট দিল্লিতে পেয়েছে বিজেপি। আপের ভোট ১৮ শতাংশ, কংগ্রেস ঝুলিতে গিয়েছে ২২ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *