ঢাকা, ২৬ মে (হি.স.) : আগামী ৩০ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদী যখন শপথ গ্রহণ করেছিলেন তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু সে সময় তিনি জাপান সফরে থাকায় তার পরিবর্তে স্পিকার শিরীন শারমিন সেই অনুষ্ঠানে গিয়েছিলেন। এই বছরও ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদী যখন শপথ নেবেন সেই সময় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে থাকবেন। আর স্পিকারের পূর্ব নির্ধারিত আরেকটি অনুষ্ঠান থাকায় তিনিও দিল্লি যেতে পারবেন না। ফলে এবার মন্ত্রীসভার জ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে মোজাম্মেল হক যাচ্ছেন মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে।