তিরুবনন্তপুরম, ২৬ মে (হি.স.) : আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কেরলে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো হাওয়া। রবিবার আবহাওয়া দফতর থেকে এমনই জানানো হয়েছে।

আবহাওয়া দফতর থেকে এই পূর্বাভাস পাওয়ার পর চূড়ান্ত সতর্ক রাজ্যের প্রশাসনিক কর্তারা।
ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে ট্রলার নিয়ে যেতে বারণ করা হয়েছে। রাজ্যের উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি হয়েছে। যদিও আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে রাজ্যের বিক্ষিপ্ত কয়েকটি জায়গায় এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, কিন্তু আগাম সতর্ক প্রশাসন।
নেওয়া হয়েছে সমস্ত রকমের আপাৎকালীন ব্যবস্থা। আবহাওয়ার দফতরের তরফে বলা হয়েছে দক্ষিণপূর্ব আরব সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা তৈরি হয়েছে। সঙ্গে বইবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়। এমনকি ঝড়ের গতি ৫০ কিলোমিটারও হতে পারে বলে জানা গিয়েছে।