পোর্ট ব্লেয়ার, ২৫ মে (হি.স.): আন্দামান দ্বীপপুঞ্জে ভূমিকম্প এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে| শনিবার ভোররাত ২.৫৩ মিনিট থেকে ভোর ৪.৪৯ মিনিটের মধ্যে পরপর দু’বার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান দ্বীপপুঞ্জ| পৃথক ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.০ এবং ৪.৮| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত জানিয়েছে, শনিবার ভোররাত ২.৫৩ মিনিট নাগাদ প্রথমে ৫.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান দ্বীপপুঞ্জে| ভূমিকম্পের উত্সস্থল ছিল ১৩.৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে| এরপর শনিবার ভোর ৪.৪৯ মিনিট নাগাদ ৪.৮ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান দ্বীপপুঞ্জে| আইএমডি জানিয়েছে, ভোর ৪.৪৯ মিনিট নাগাদ অনুভূত হওয়া ভূমিকম্পের উত্সস্থল ছিল ১০.৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯১.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে| প্রসঙ্গত, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এমনিতেই ভূকম্পনপ্রবণ| মাঝে মধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ছোটোখাটো ভূমিকম্প লেগেই থাকে|