নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): সপ্তদশ লোকসভা নির্বাচনে বিপর্যয়ের দায় ঘাড়ে নিয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটির কাছে ইস্তফা দিতে চেয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| কিন্তু, রাহুল গান্ধীর ইস্তফা গ্রহণ করেনি কংগ্রেস ওয়ার্কিং কমিটি| প্রথমে এই তথ্যকে সম্পূর্ণ ‘ভুয়ো’ আখ্যা দিয়েছিলেন কংগ্রেস নেতা রণদীপ সুরেজওয়ালা| সুরেজওয়ালা স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন, কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেননি রাহুল গান্ধী| পরে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রণদীপ সুরেজওয়ালা জানিয়েছেন, ‘রাহুল গান্ধী ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি|’ সুরেজওয়ালা আরও জানিয়েছেন, ‘কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে দল পুনর্গঠনের পূর্ণ দায়িত্ব দিয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি|’
সপ্তদশ লোকসভা নির্বাচনের ধাক্কা সামলে উঠতে না উঠতেই ভোট-বিপর্যয়ের তৃতীয় দিন, শনিবার বেলা এগারোটা নাগাদ দিল্লিতে বৈঠকে বসেছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটি| কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, উত্তর প্রদেশ পূর্বের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা প্রমুখ| এছাড়াও কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত রয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম, গুলাম নবি আজাদ, মল্লিকার্জুন খাড়গে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, কংগ্রেস নেতা আর পি এন সিং, পি এল পুনিয়া এবং মোতিলাল ভোরা-সহ অন্যান্য কংগ্রেস নেতারা ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন| এদিন কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে লোকসভা নির্বাচনে কংগ্রেসের ফলাফল প্রসঙ্গে কংগ্রেস নেতা এ কে অ্যান্টনি বলেছেন, ‘ভোটে বিপর্যয়হয়েছে, তা আমি মানি না| আমরা প্রত্যাশার উর্ধ্বে উঠতে সক্ষম হয়নি| দল এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবে….এদিন ওয়ার্কিং কমিটির বৈঠকে সাধারণ বিষয় নিয়েই আলোচনা হয়েছে|’