নয়াদিল্লি, ২৩ মে (হি.স.) : প্রায় ৪ লক্ষ ভোটের ব্যবধানে হারলেন বেগুসরাইয়ের সিপিআই প্রার্থী কানহাইয়া কুমার। বিজেপি সাংসদ গিরিরাজ সিংয়ের কাছে কার্যত পর্যুদস্ত হলেন তিনি। সেই সঙ্গে সারা দেশে ধরাশায়ী বামেরা| একদা লালদুর্গ পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাতেও খাতা খুলতা পারেনি বামেরা | আর কেরলে গত বারের জেতা আটটি আসনের জায়গায় এ বার সেখানে শাসক বাম পেয়েছে মাত্র একটি আসন— আলপ্পুঝা | তামিলনাড়ুতে সিপিএম, সিপিআই দু-চারটে আসন জিতলেও, তা ডিএমকে-র সমর্থনে। তাতেও আসন সংখ্যা দু’অঙ্কের কাছাকাছি পৌঁছবে না।
বৃহস্পতিবার ভোটযন্ত্র খোলার পরে দেখা যাচ্ছে, বেগুসরাই তরুণ বাম নেতার প্রতি একটুও সদয় হয়নি। বেগুসরাই কেন্দ্রে প্রায় ৫৬ শতাংশ ভোট পেয়েছে বিজেপি। সিপিআই ২২ শতাংশ ভোট পায়। তৃতীয় স্থানে রয়েছে আরজেডি-র তানবির হাসান। গতবারও ওই কেন্দ্র থেকে বিজেপির কাছে পরাজিত হন তানবির হাসান। এই কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে সিপিআই ও আরজেডি পৃথকভাবে প্রার্থী দেয়। আর ত্রিমুখী লড়াইয়ে ফলে সহজেই জয়ী হন বিজেপি প্রার্থী | তিনি হারান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি কানহাইয়া কুমারকে
কানহাইয়ার পরাজয়ের সঙ্গে সঙ্গে বামপন্থী রাজনীতিতে নতুন প্রজন্ম উদয়ের সম্ভাবনাটুকুও নিভে গেল৷ বিহারে নয় কার্যত| গোটা দেশে রাজনীতির লড়াইয়ে বামপন্থীদের খুঁজে পাওয়াই দায়৷ বামশাসিত কেরলে কেবলমাত্র একটি আসন পেয়েছে এলডিএফ জোট | কিছুটা নিজেদের মুখরক্ষা করতে পারলেও মহারাষ্ট্রে প্রত্যাশিত ফল হল না একেবারেই৷ লং মার্চের মাটিতে তখনকার মতো লাল নিশান দাপট দেখালেও, অচিরেই তা ফিকে হয়ে গিয়েছে৷ অন্তত ৬টি আসনপ্রাপ্তি যেখানে প্রত্যাশিত ছিল, সেখানেই অর্ধেক দিন শেষে মাত্র ১টি আসনে এগিয়ে থাকতে দেখা গেল বামফ্রন্টকে৷ একদা লালদুর্গ পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাতেও খাতা খুলতা পারেনি বামেরা | তামিলনাড়ুতে সিপিএম, সিপিআই দু-চারটে আসন জিতলেও, তা ডিএমকে-র সমর্থনে। তাতেও আসন সংখ্যা দু’অঙ্কের কাছাকাছি পৌঁছবে না। শুধু তো আসন নয়, ভোট শতাংশের বিচারেও অনেকটা পিছিয়ে বামেরা।