নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : বৃহস্পতিবার শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করবে বিজেপি। পরাজয় নিশ্চিত জেনে ইভিএমের উপর দায় চাপাচ্ছে বিরোধী দলগুলি। বুধবার রাজধানী দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব।
এদিন রাম মাধব বলেন, বৃহস্পতিবার শক্তিশালী দলগুলি হিসেবে আত্মপ্রকাশ করবে বিজেপি। কেন্দ্রে ফের সরকার গড়বে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। গোটা দেশ প্রধানমন্ত্রী পদে ফের নরেন্দ্র মোদীকেই চাইছে। বৃহস্পতিবার দেশবাসীর সেই আশা পূরণ হবে। ইভিএম নিয়ে বিরোধী দলগুলি যে অভিযোগ তুলেছে তা নস্যাৎ করে দিয়ে রাম মাধব বলেন, পরাজয় নিশ্চিত জেনেই ইভিএমের উপর দায় চাপাচ্ছে বিরোধী দলগুলি। প্রথমে এই সব দলগুলি নির্বাচন কমিশনকে দোষারোপ করেছিল। এখন ইভিএম-কে দায়ী করছে। বৃহস্পতিবার ফল ঘোষণার পর এই সব রাজনৈতিক দলগুলি জনগণকে দায়ী করবে। এই নির্বাচনে বিরোধী দলগুলি ফলাফল ভয়াবহ হতে চলেছে।