BRAKING NEWS

কাল ভোট গণনা, যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে ৷৷ লোকসভা নির্বাচনের ভোট গণনা আগামী ২৩শে মে৷ রাজ্যের দুটি আসনে এগিন সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে৷ পশ্চিম ত্রিপুরা আসনে সদর, মোহনপুর ও জিরানিয়া মহকুমার ১৪টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে উমাকান্ত একাডেমির গণনা কেন্দ্রে৷ এজন্য যাবতীয় প্রস্তুতি প্রায় চূড়ান্ত৷ লোকসভার ৭দফা ভোট গ্রহণ পর্ব গত ১১ এপ্রিল থেকে ১৯মে পর্যন্ত শান্তিপূর্ণভবে অতিবাহিত হওয়ার পর ২৩মে দেশের সবকটি কেন্দ্রের ভোটগণনা একই দিনে শুরু হচ্ছে৷ সকাল ৮টা থেকে গণনা শুরু হবে৷ এবার ইভিএমের পাশাপাশি প্রতিটি লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভার ৫টি করে বুথের ভিভি প্যাট গণনা করা হবে৷

তাতে ফলাফল ঘোষণা রাত পর্যন্ত গুড়িয়ে যেতে পারে৷ রাজনৈতিক দলগুলির বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন গণনার কাজ খুবই কঠোর ভাবে করার সিদ্ধান্ত নিয়েছে৷ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে গণনা কার্য সম্পন্ন হবে৷ গণনা কেন্দ্রের বাইরেও থাকবে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা৷ ত্রিপরার ২টি লোকসভা কেন্দ্রের ভোটগণনাও শুরু হবে ২৩মে৷ পশ্চিম ত্রিপুরা আসনের সদর, জিরানিয়া এবং মোহনপুর মহকুমার মোট ১৪টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে উমাকান্ত একাডেমিক ভোটগণনা কেন্দ্রে৷ সদরের সহকারী রিটার্নিং অফিসার তথা এসডিএম এবিষয়ে তথ্য দিয়ে জানান, সদর মহকুমার ৮টি বিধানসভা মোহনপুর ও জিরানিয়া মহকুমার ৬টি বিধানসভার ভোট গণনা হবে উমাকান্ত একাডেমির গণনা কেন্দ্রে৷ সকাল ৮টা থেকে গণনার কাজ শুরু হবে৷

এজন্য যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেছে৷ তিনি জানান, এবার ইভিএম ভোট গণনার পাশাপাশি ভিভিপ্যাট গণনার ব্যবস্থাও করা হয়েছে৷ প্রতিটি বিধানসভা কেন্দ্রে ৫টি করে বুথের ভিভিপ্যাট গণনা করা হবে৷ সহকারী রিটার্নিং অফিসার আরও জানান নির্বাচন কমিশনের পক্ষ থেকে মঙ্গলবার একটি ট্রায়ালরানও করা হয়৷ সুবিধা নামেএকটি অ্যাপস চালু করেছে নির্বাচন কমিশন৷ এই অ্যাপসের মাধ্যমে যে কোন নাগরিক দেশের যেকোন এলাকার ভোটগণনার গতি প্রকৃতি জানতে পারবেন৷ সেজন্যই আজ নির্বাচন কমিশনের পক্ষে এই ট্রায়ালরান করা হয়৷ গণনা পর্ব অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *