নয়াদিল্লি, ১৯ মে (হি.স.) : সপ্তম দফার ভোটগ্রহণ শেষ হতেই বিজেপি বিরোধী দলগুলি জোট করে কেন্দ্রে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। সেই লক্ষ্যে ২৪ মে অবিজেপি আঞ্চলিক দলগুলিকে নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। ২৩ মে বৈঠক হওয়ার কথা থাকলেও পিছিয়ে তা করে দেওয়া হয়েছে ২৪ মে।
বৈঠকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু, এনসিপি, আরজেডি এবং বামপন্থী দলগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি বৈঠকে উপস্থিত থাকতে পারেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরাও। রাজনৈতিক মহলের মতে বিজেপি-কে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখার রণকৌশল ঠিক করতে এই বৈঠকের ডাক দিয়েছেন সোনিয়া গান্ধী। প্রথমে বৈঠকটি ২৩ মে হওয়ার কথা থাকলেও তার পরিবর্তে ২৪ মে হবে বলে জানা গিয়েছে। ২৩ মে বিভিন্ন রাজনৈতিক দলগুলি গণনায় ব্যস্ত থাকবে বলেই বৈঠকটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ষষ্ঠ দফার ভোটগ্রহণের পর এবং সপ্তম দফার আগে থেকে অবিজেপি দলগুলিকে একত্রিত করার কাজে লেগে পড়েছিলেন টিডিপি সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু। সেই লক্ষ্যে তিনি দিল্লিতে গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, সিপিআই(এম) নেতা সীতারাম ইয়েচুরি এবং পরে লখনউতে গিয়ে অখিলেশ এবং মায়াতীর সঙ্গে সাক্ষাৎও করেন তিনি।