পদ্মবিলে ব্রাউনসুগার সহ তিন যুবককে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ মে৷৷ আবারও ধরা পড়ল ব্রাউন সুগার পাচারকারী৷ ঘটনা খোয়াইয়ের পদ্মবীল এলাকার জমাদারবাড়ীতে৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, রবিবার সকাল এগারটা নাগাদ রাস্তার পাশে এক ঝোপের মধ্যে বসে তিন যুবককে নেশা করতে দেখা যায়৷ পরবর্তী সময় এলাকাবাসী তাদের আটক করে এবং জিজ্ঞাসাবাদ করার পর তিন যুবক জানায় তারা এইসব সামগ্রী জমাদারবাড়ী এলাকার বাসিন্দা সুরজিৎ দেববর্মা ও কৃষ্ণা দেববর্মার কাছ থেকে সংগ্রহ করেছে৷


পরবর্তী সময়ে পুলিশের সাহায্য নিয়ে অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে মোবাইল ফোন সহ বিভিন্ন ধরনের নেশা সামগ্রী উদ্ধার করা হয়৷ এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন যাবৎ হাতকাটায় পরিতোষ দেবের সাথে হাত মলিয়েচালিয়েছে এই বেআইনী নেশা কারবার৷ যার ফলে সমগ্র জামাদারবাড়ির যুবকরা নেশা করার জন্য মোবাইল বাইক বন্ধক দিয়ে এদের কাছ থেকে ব্রাউন সুগার ও অন্যান্য নেশা সামগ্রী ক্রয় করছে৷ যার ফলে ধবংস হয়ে যায় বহু পরিবার৷ এলাকাবাসীর দাবী আইন যাতে এদের কঠোরতম শাস্তি দেয়৷ এদিকে, ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছেন এসডিপিও সৌরভ সেন এবং কৃষ্ণা দেববর্মাকে গ্রেপ্তার করেন৷ কিন্তু, সুরজিৎ দেববর্মাকে গ্রেপ্তার করতে পারেনি৷ কারণ সুরজিৎ দেববর্মা পালিয়ে গা ঢাকা দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *