BRAKING NEWS

আহমেদাবাদে কুয়ো পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ৪ সাফাই কর্মীর

আহমেদাবাদ, ১৯ মে (হি.স.) : কুয়ো পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল চার সাফাই কর্মীর।  ঘটনাটি ঘটেছে, গুজরাটের আহমেদাবাদ শহরের উধভ এলাকায় । রবিবার পুলিশ এই তথ্য জানিয়েছে।  

গুজরাটের আহমেদাবাদ শহরের ওডভ এলাকায় শনিবার রাতে একজন সাফাই কর্মী কুয়ো পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাস নিঃশ্বাসের সঙ্গে টেনে ফেলে। বিষাক্ত ওই গ্যাস গ্রহণ করে তিনি অচেতন হয়ে পড়েন। তাকে বাঁচাতে তিনজন কর্মী সেই স্থানে গেলে তারাও ওই বিষাক্ত গ্যাসের ফলে অসুস্থ হয়ে পরে। তাদের ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের চারজনকে মৃত বলে ঘোষণা করে ।  উধভ পুলিশ স্টেশনের এক অফিসার এই তথ্য জানিয়েছেন।   

মৃত চার সাফাই কর্মীর নাম, সর্বজিৎ(২৫), সুনীল(২৫), রাভজি চৌহান(৩৮), এবং লালসিংহ মারওয়াদি (২৬)। উধভ পুলিশ স্টেশনের অফিসার সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

মৃতদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।  দুর্ঘটনা জনিত কারণে মৃত্যুর একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। যে বেসরকারি ঠিকাদার এই কুয়ো পরিষ্কারের দায়িত্বে ছিল তারা সাফাইকর্মীদের কুয়ো পরিষ্কারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দিয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *