লখনউ, ১৯ মে (হি.স.): গণতন্ত্রের উত্সব হল নির্বাচন| সপ্তদশ লোকসভা নির্বাচনে জনগণের অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়| রবিবার অন্তিম দফার ভোটগ্রহণের দিন এমনই মন্তব্য করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| একইসঙ্গে উত্তর প্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করে যোগী আদিত্যনাথ বলেছেন, বিগত ছ’দফার ভোটে উত্তর প্রদেশের কোথাও অশান্তি ও হিংসা হয়নি, পশ্চিমবঙ্গ ব্যতীত|
উনিশের লোকসভা নির্বাচনের সপ্তম তথা অন্তিম দফায় উত্তর প্রদেশের মোট ১৩টি আসনে ভোটগ্রহণ চলছে| সপ্তম দফায় উত্তর প্রদেশের মহারাজগঞ্জ, গোরক্ষপুর, কুশিনগর, দেউরিয়া, বনসগাঁও, ঘোসি, সালেমপুর, বালিয়া, গাজিপুর, চান্দৌলি, বারাণসী, মির্জাপুর এবং রবার্টসগঞ্জ সংসদীয় আসনে ভোটগ্রহণ চলছে| উত্তর প্রদেশের গোরক্ষপুরে এবার বিজেপির সম্মানের লড়াই| এদিন সকাল সকাল গোরক্ষপুরের ২৪৬ নম্বর পোলিং বুথে ভোট দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| ভোটাধিকার প্রয়োগ করার পর যোগী আদিত্যনাথ বলেছেন, ‘গণতন্ত্রের উত্সব হল নির্বাচন| সপ্তদশ লোকসভা নির্বাচনে জনগণের অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়|’ উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গের তুলনা করে যোগী আদিত্যনাথ বলেছেন, ‘বিগত ছ’দফার ভোটে উত্তর প্রদেশের কোথাও অশান্তি ও হিংসা হয়নি, পশ্চিমবঙ্গ ব্যতীত|’