বিভিন্ন স্থানে নেশা সমগ্রী উদ্ধার, ধৃত ১

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ চড়িলাম, ১৮ মে৷৷ রাজ্যের বিভিন্ন স্থানে পুলিশ বিস্তর পরিমাণে নেশা সামগ্রী বাজেয়াপ্ত করেছে৷ যাত্রাপুরে একটি গাড়িতে তল্লাসী চালিয়ে ১৫০০ বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করা হয়েছে৷ এই ফেন্সিডিল একটি নম্বরবিহীন গাড়িতে করে চোরাচালান দেওয়ার চেষ্টা করছিল দুসৃকতিরা৷ পুলিশ গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে গাড়িটি আটক করে এবং ১৫০০ বোতাল ফেন্সিডিল উদ্ধার করেছে৷ এই ঘটনায় বাবুল শর্মা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷


অন্যদিকে বিশালগড় থানার অধীন শুভঠাকুর পাড়ার জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তায় ৭৯ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ তবে এখানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি৷
এদিকে, আজ সকালে ত্রিপুরা বিধানসভায় বিজেপি-র মুখ্যসচেতক কল্যাণী রায় এবং তেলিয়ামুড়া মহকুমাশাসক ভাস্বর ভট্টাচার্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৷

আপাতত প্রশাসনের তরফে ১০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ প্রত্যেক দোকান মালিককে দেওয়া হয়েছে ৷ তবে এখন আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে পায়নি পুলিশ এবং দমকল বাহিনী ৷ তবে তাঁদের ধারণা, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *