BRAKING NEWS

কেদারনাথের সঙ্গে আমার বিশেষ সম্পর্ক রয়েছে, পুনরায় উন্নয়নের জন্য গৃহীত হয়েছে মাস্টার-প্ল্যান : আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

কেদারনাথ, ১৯ মে (হি.স.): শরীর মোড়া বিশেষ ধরণের পাহাড়ি পোশাকে, মাথায় হিমাচলি টুপি। গেরুয়া কোমরবন্ধ। এভাবেই শনিবার কেদারনাথ মন্দিরে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মন্দিরে পূজার্চনা সেরে চড়াই ভেঙে এক গুহায় প্রধানমন্ত্রী ধ্যানে বসেন। সন্ধের আগে ধ্যানভঙ্গ হয় মোদীর। গুহা থেকে বেরিয়ে কেদারনাথের আরতি দেখেন।

শনিবার রাতে গুহাতেই কাটান প্রধানমন্ত্রী। এরপর রবিবার সকালে ফের একবার কেদারনাথ মন্দিরে এলেন প্রধানমন্ত্রী। এদিনই বদ্রীনাথ দর্শনে যাবেন প্রধানমন্ত্রী। তার আগে আবেগাপ্লুত হয়ে প্রধানমন্ত্রী জানালেন, ‘কেদারনাথ মন্দিরের সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে আমার। ২০১৩ সালের প্রাকৃতিক দুর্যোগের পর, কেদারনাথের উন্নয়নের জন্য আমরা মাস্টার-প্ল্যান করেছি।

‘ সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, ‘আমার ভীষণ সৌভাগ্য যে, গত কয়েক বছর ধরে আধ্যাত্মিক চেতনার ভূমিতে আসতে পারছি। এখানে প্রকৃতি, আবহাওয়া এবং পর্যটনই আমার উন্নয়ন মিশন।’ কেদারনাথ মন্দির দর্শন শেষে এবার বদ্রীনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *