শ্রীনগর, ১৮ মে (হি.স): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য পেল নিরাপত্তা রক্ষী বাহিনী। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদী। সাময়িকের জন্য গুলির লড়াই থেমে যাওয়ার পর এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, নিহত সন্ত্রাসবাদীদের মধ্যে একজনের জানা গিয়েছে, নিহত সন্ত্রাসবাদীর নাম হল-শওকত আহমেদ দার। শওকত হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল। অপর জঙ্গির নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে। জম্মু ও কাশ্মীর পুলিশের উর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরার পাঞ্জগাম গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী।
বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার ভোররাত ২.১০ মিনিট নাগাদ সন্দেহজনক ওই স্থানে তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনীর ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ১৩০ ব্যাটেলিয়ন এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)। তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের নিশানা করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা। এরপরই উভয়পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদী। পদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, গুলির লড়াই থেমে যাওয়ার পর এনকাউন্টারস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। শুধুমাত্র পুলওয়ামা নয়, শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলাতেও নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে শুরু হয় গুলির লড়াই। শেষ পাওয়া খবর অনুযায়ী, গুলির লড়াই চলাকালীন সুযোগ বুঝে পালিয়ে গিয়েছে সন্ত্রাসবাদীরা। অনন্তনাগ জেলার দেহরূনা এলাকায় লুকিয়ে রয়েছে সন্ত্রাসবাদীরা, গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই সন্দেহজনক ওই এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর ১৯ রাষ্ট্রীয় রাইফেলস, এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)। গুলির লড়াই চলাকালীন সন্ত্রাসবাদীরা পালিয়ে যেতে সক্ষম হয়।