BRAKING NEWS

অবিজেপি জোটকে শক্তিশালী করার লক্ষ্যে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক চন্দ্রবাবুর

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.) :  সপ্তম দফার ভোটগ্রহণের আগে শনিবার দিল্লিতে এসে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন টিডিপি সুপ্রিমো তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এ চন্দ্রবাবু নাইডু। পাশাপাশি এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, লোকতান্ত্রিক জনতা দল শরদ যাদবের সঙ্গে দেখা করেন টিডিপি সুপ্রিমো। 

এদিন রাহুল গান্ধীর বাসভবনের গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন এন চন্দ্রবাবু নাইডু। কেন্দ্রে রাজনৈতিক পালাবদলের আশঙ্কা প্রকাশ করে চন্দ্রবাবুর এই উদ্যোগ বলে মনে করছে দেশের রাজনৈতিক মহল। অবিজেপি জোটগুলিকে সঙ্ঘবদ্ধ করার জন্য মরিয়া হয়ে উঠেছেন টিডিপি সুপ্রিম। এদিন সিপিআই নেতা এস সুধাকর রেড্ডির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। লোকসভা নির্বাচনের আগে কলকাতা ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিজেপি বিরোধী জনসভায় অংশ নেন তিনি। এমনকি অন্ধ্রপ্রদেশে নির্বাচনী প্রচারেও আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এনে জোটের ঐক্যবদ্ধতাকে আরও সুদৃঢ় করেন চন্দ্রবাবু। সপা এবং বিএসপি সুপ্রিমোদের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *