নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): গোটা দেশজুড়ে সাত দফায় ভোটের ছ’টি পর্ব ইতিমধ্যেই অতিক্রান্ত| আর মাত্র এক দফার ভোটগ্রহণ বাকি| ১৯ মে, রবিবার লোকসভা নির্বাচনের সপ্তম তথা অন্তিম দফায় দেশের আটটি রাজ্যের ৫৯টি আসনে ভোটগ্রহণ হবে| সপ্তম দফায় যে সমস্ত রাজ্যগুলিতে ভোটগ্রহণ হবে, সেই রাজ্যগুলি হল-বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, পঞ্জাব, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ ও পশ্চিমবঙ্গ| রবিবার সকাল সাতটা থেকে শুরু হবে ভোটগ্রহণ| অন্তিম দফায় বিহারের আটটি আসনে ভোটগ্রহণ হবে, ঝাড়খণ্ডের তিনটি আসন, মধ্যপ্রদেশের আটটি আসন, পঞ্জাবের ১৩টি আসন, চণ্ডীগড়ের মাত্র একটি আসন, হিমাচল প্রদেশের চারটি আসন, উত্তর প্রদেশের ১৩টি আসন এবং পশ্চিমবঙ্গের ন’টি আসনে ভোটগ্রহণ হবে|
বিহার : সপ্তম দফায় বিহারের নালন্দা, পাটনা সাহিব, পাটলিপুত্র, আরা, বক্সার, সাসারাম, কারাকাট এবং জাহানাবাদ সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে|
ঝাড়খণ্ড : অন্তিম দফায় ঝাড়খণ্ডের রাজমহল, দুমকা এবং গোড্ডা লোকসভা আসনে ভোটগ্রহণ হবে|
মধ্যপ্রদেশ : উনিশের লোকসভা নির্বাচনের অন্তিম দফায় রবিবার মধ্যপ্রদেশের আটটি সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে| যে সমস্ত আসনে ভোটগ্রহণ হবে সেগুলি হল-বেতুল, উজ্জয়িনী, মান্দসৌর, রতলাম, ধার, ইন্দোর, খারগোনে এবং খান্দোওয়া|
পঞ্জাব : অন্তিম দফায় পঞ্জাবের সমস্ত সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে| লোকসভা আসনগুলি হল-গুরুদাসপুর, অমৃতসর, খাদুর সাহিব, জলন্ধর, হোশিয়ারপুর, আনন্দপুর সাহিব, লুধিয়ানা, ফতেহগড় সাহিব, ফরিদকোট, ফিরোজপুর, বাঠিণ্ডা, সানগ্রুর এবং পাটিয়ালা|
উত্তর প্রদেশ : সপ্তম দফায় উত্তর প্রদেশের মহারাজগঞ্জ, গোরক্ষপুর, কুশিনগর, দেউরিয়া, বনসগাঁও, ঘোসি, সালেমপুর, বালিয়া, গাজিপুর, চান্দৌলি, বারাণসী, মির্জাপুর এবং রবার্টসগঞ্জ সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে|
চণ্ডীগড় : শেষ দফার ভোটে চণ্ডীগড় সংসদীয় আসনেও ভোটগ্রহণ হবে|
হিমাচল প্রদেশ : অন্তিম দফায় হিমাচল প্রদেশের কাঙড়া, মান্ডি, হামিরপুর এবং শিমলা সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে|
পশ্চিমবঙ্গ : সপ্তম দফায় পশ্চিমবঙ্গের দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে|
উল্লেখ্য, সপ্তদশ লোকসভা নির্বাচনের অন্তিম দফায় ভাগ্য নির্ধারণ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর| উত্তর প্রদেশের বারাণসী লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন প্রধানমন্ত্রী| এছাড়াও গুরুদাসপুর লোকসভা আসনে ভাগ্য নির্ধারণ হবে গুরুদাসপুরের বিজেপি প্রার্থী তথা বলিউড অভিনেতা সানি দেওলের| উত্তর প্রদেশের গোরক্ষপুরে এবার বিজেপির সম্মানের লড়াই|