চিত্তুর(অন্ধ্রপ্রদেশ), ১৮ মে (হি.স.) : লোকসভা নির্বাচনে কর্ণাটকে কংগ্রেস-জেডি(এস) জোট ভাল ফল করবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। কর্ণাটকে কংগ্রেস-জেডি(এস) জোট ১৮ থেকে ১৯টি আসনে জয়লাভ করবে বলে দাবি করেছেন তিনি। শনিবার অন্ধ্রপ্রদেশের চিত্তুরে তিরুপতি বালাজী মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এইচ ডি কুমারস্বামী বলেন, রাজ্যে খুব সহজে কংগ্রেস-জেডি(এস) জোট জয়লাভ করবে। কর্ণাটকে ১৮ থেকে ১৯টি আসনে জয়যুক্ত হবে জোট প্রার্থীরা। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়াকে সঙ্গে নিয়ে মন্দিরে পুজো দিতে আসেন কুমারস্বামী। কেন্দ্রে পালাবদল হলে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে যে সমর্থন জেডি(এস) করবে তা স্পষ্ট করে দিয়ে এইচ ডি কুমারস্বামী বলেন, কে আসবে তা ২৩ মে-র পর বোঝাই যাবে। আমরা ইতিমধ্যেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে সমর্থন করতে বদ্ধপরিকর। এই অবস্থান থেকে আমরা সরে আসব না। পুজো দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, রাজ্যে যাতে খরা না হয় সেই জন্য পুজো দিতে এসেছি।