BRAKING NEWS

ভূতে কাটলো গাছ! কুঞ্জবনে আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে ৷৷ ভূতে কাটলো গাছ! এমনটাই মনে করা হচ্ছে৷ কারণ, কোনও অনুমতি ছাড়াই কুঞ্জবন টাউনশিপ কোয়ার্টার কমপ্লেক্স এলাকার প্রচুর গাছ কেঁটে ফেলা হয়েছে৷ বুধবার মধ্যরাতে এই ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে৷ স্থানীয়দের বক্তব্য, দুষৃকতিকারীরা এই গাছগুলি কেঁটেছে৷ খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌছালে স্থানীয়দের সাথে তীব্র বাক্ বিতন্ডা হয়েছে৷

কুঞ্জবন টাউনশিপ কোয়ার্টার কমপ্লেক্স এলাকায় বেশ কয়েক বছর আগে জবরদখল করে উপজাতি সম্প্রদায়ের কয়েকটি পরিবার বসবাস শুরু করেছিলেন৷ তাদের সাথেই আজ বন দপ্তরের কর্মীদের সাথে বাক্বিতন্ডা হয়েছে৷ জানা গেছে,ওই এলাকার ত্রিপুুরা মানবাধিকার কমিশনের অফিসের উল্টো দিকে বেশ কয়েকটি ইউকেলিপটাস, সেগুন এবং নীম গাছ কেঁটে ফেলা হয়েছে৷ রাতের অন্ধকারে কারা এই গাছগুলি কেটেছে তা কেউ বলতে পারছেন না৷ চিন্তার বিষয় হল, মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক, পুুলিশ সুপার সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারীকদের কোয়ার্টার রয়েছে এই এলাকায়৷ স্বাভাবিক ভাবেই উচ্চ নিরাপত্তা জোন হিসেবেই এই এলাকাটিকে গণ্য করা হয়৷ কিন্তু, এই এলাকা বেশ কয়েকটি গাছ সকলের চোখ এড়িয়ে কেটে ফেলার ঘটনায় নিসন্দেহে চিন্তার বিষয় বলেই মনে করা হচ্ছে৷

বন কর্মীদের জিজ্ঞাসা করলে স্থানীয় জনগনের দাবি, বহিরাগত দুষৃকতিকারীরা এই গাছগুলি কেটেছে৷ কিন্তু, এই ঘটনায় প্রকৃতপক্ষে কারা জড়িত তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ বনকর্মীরা গাছগুলি নিজেদের হেপাজতে নিয়েছেন৷ পাশাপাশি এই গাছ কাটার সাথে জড়িতদের খঁুজে বের করার প্রকৃতি শুরু হয়েছে বলে দাবি পুলিশের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *