বিশেষ পর্যবেক্ষকের রিপোর্টেই পুনর্ভোট, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাবে প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ বিশেষ পর্যবেক্ষকের রিপোর্টেই ত্রিপুরায় পশ্চিম আসনে ১৬৮ বুথে পুনর্ভোট হয়েছে, কংগ্রেস প্রতিনিধিদের জানাল নির্বাচন কমিশন৷ সাথে স্পষ্ট হয়ে গেল, ৪৩৩টি বুথে ত্রুটির পশ্চিম আসনে রিটার্নিং অফিসারের রিপোর্ট গুরুত্বই পায়নি নির্বাচন কমিশনে৷ তাই, প্রদেশ কংগ্রেস সভাপতি বিশেষ পর্যবেক্ষকের রিপোর্ট নির্বাচন কমিশনের চাছে চেয়েছেন৷ কারণ, ওই রিপোর্ট তিনি সুপ্রিম কোর্টে পেশ করে সমস্ত আসনে পুনর্ভোটের দাবির পক্ষে সওয়াল করবেন তিনি৷

প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ জানিয়েছেন, নির্বাচন কমিশনের ডাকে সাড়া দিয়ে আজ আহমেদ প্যাটেল, জয়রাম রমেশ, অভিষেক মনু সিংভি এবং রাজীব শুক্লাকে নিয়ে কমিশনের কাছে বক্তব্য রাখতে গিয়েছিলাম৷ তিনি বলেন, কমিশন আমাদের জানিয়েছে ৪৩৩টি বুথে পুনর্ভোটের রিপোর্ট বিশেষ পর্যবেক্ষক বিনোদ জুৎসী খারিজ করে দিয়েছিলেন৷ তিনি ১৬৮টি বুথে পুনর্ভোটের সুপারিশ করেছেন৷

প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, নির্বাচন কমিশনের কাছে বিশেষ পর্যবেক্ষক বিনোদ জুৎসির ওই রিপোর্ট চেয়েছি৷ ওই রিপোর্ট সুপ্রিম কোর্টে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চ্যালেঞ্জ জানানো হবে৷ পিসিসি সভাপতির কথায়, বিশেষ পর্যবেক্ষক নিয়ম মানেননি, সুপ্রিম কোর্টে তাও জানানো হবে৷ তিনি বলেন, বিশেষ পর্যবেক্ষকের রিপোর্ট সঠিক নয়, আগামীকাল সুপ্রিম কোর্টে তার নির্দিষ্ট প্রমাণ দেওয়া হবে৷

তাঁর বক্তব্য, ত্রিপুরা পশ্চিম আসনে পুনর্ভোট চেয়ে আইনী পথেই হাঁটবে প্রদেশ কংগ্রেস৷ তাতে, ৮ মাস সময় লাগলেও প্রদেশ কংগ্রেস অপেক্ষা করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *