নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ নেশা বিরোধী অভিযানে ফের পুলিশ সাফল্য পেল৷ জানা গেছে, মঙ্গলবার রাতে নেশা বিরোধী অভিযান চালিয়ে পুলিশ ধর্মনগরের পদ্মপুরে জনৈক প্রভাত নাথের বাড়ি থেকে ৪.৯০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে৷ এর সঙ্গে বাড়ির মালিক প্রভাত নাথের ছেলে প্রসেনজিৎ নাথকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে৷ ধর্মনগর থানা সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে পুলিশ প্রভাত নাথের বাড়িতে নেশা বিরোধী অভিযান চালিয়েছে৷ ওই অভিযানে তার ঠাকুর ঘর থেকে এই ব্রাউন সুগারগুলি বাজেয়াপ্ত করা হয়ে৷
পুলিশ জানিয়েছে, অভিযানকালে ব্রাউন সুগার ব্যবহারকারী কিষাণ দেবনাথ নামের এক যুবককে আটক করা হয়েছিল৷ কিন্তু পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে ধৃতকে ছেড়ে দেওয়া হয়েছে৷ তবে কতটা ব্রাউন সুগার প্রভাত নাথের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি৷ পুলিশের কাছে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রভাত নাথের ছেলে প্রসেনজিৎ নাথ নিষিদ্ধ এই কারবারের সাথে জড়িত৷ জানা গেছে, পুলিশ বুধবার ধৃত প্রসেনজিৎ নাথকে ধর্মনগর আদালতে সোপার্দ করেছে৷