নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৫ মে৷৷ রহস্যজনক ভাবে মৃত্যু হল এক গৃহবধূর৷ ঘটনাটি ঘটেছে বিশালগড় থানার অধীন মধ্য ব্রজপুর গ্রামে৷ মৃতার নাম প্রমিলা দেবনাথ৷ বয়স আনুমানিক সতের৷ সংবাদে প্রকাশ, বুধবার দুপুরে প্রমিলার ঝুলন্ত দেহ তার জা তথা বড় বোন উর্মিলা প্রথমে দেখতে পায় ঘরের মধ্যে৷ সাথে সাথেই উর্মিলা চিৎকার চেচামেচি শুরু করে৷
বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে গিয়ে কোনরকমে প্রমিলার ঝুলন্ত দেহ নামায়৷ তখনও প্রমিলার প্রাণ ছিল৷ সাথে সাথেই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান হাসপাতালে পৌঁছার আগেই প্রমিলা মৃত্যুর কোলে ঢলে পড়েছে৷
এদিকে, মেয়ের বাবা ও মায়ের অভিযোগ পরিকল্পিতভাবে মেয়েকে হত্যা করা হয়েছে৷ আর এই কাজ করেছে মৃতার স্বামী রূপক দেবনাথ, শ্বশুর দুলাল দেবনাথ এবং শাশুড়ি সন্ধ্যা দেবনাথ৷ এই অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করে থানায় নিয়ে যায়৷ আগামীকাল মৃতদেহ ময়নাতদন্ত করা হবে৷ এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷