BRAKING NEWS

বাইক কমান্ডার সংঘর্ষে আহত এক

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৫ মে ৷৷ ফের যান দুর্ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন৷ আজ সকাল ১০.৩০ মিনিট নাগাদ বিলোনীয়ার বড়টিলা এলাকায় বিলোনীয়া-বড়পাথরি সড়কে একটি বাইক ও কমান্ডার জীপের মুখোমুখি সংঘর্ষ হয়৷

তাতে বাইক চালক তাপস শীল(২৭) গুরুতর আহত হন৷ খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আহত তাপস শীলকে বিলোনীয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের চিকিৎসক তাকে জিবিতে স্থানান্তর করে৷ পুলিশ বাইক ও কমান্ডার জীপ আটক করেছে৷ জীপের চালক পলাতক বলে পুলিশ জানিয়েছে৷ তবে, বাইক চালকের অত্যাধিক গতির জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ দাবি করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *