নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে ৷৷ অসমে কলকলিঘাট স্টেশনে নিখোঁজ চন্দন ভৌমিকের হদিশ মিলেছে৷ তাকে ধলাই জেলার জহরনগর থেকে উদ্ধার করা হয়েছে৷চন্দনের স্ত্রী দগনীতা কলই জানিয়েছেন, গতকাল তাদের এক আত্মীয় তেলিয়ামুড়া আসার পথে জহরনগরে রাস্তার পাশে একটি দোকানে তার স্বামীকে দেখতে পান৷
বিষয়টি জানার সাথে সাথেই তেলিয়ামুড়া থানায় জানানো হয়৷ আজ সকালে তেলিয়ামুড়া থানার পুলিশকে সাথে নিয়ে জহরনগর থেকে তাকে উদ্ধার করা হয়েছে৷ কিভাবে অসমের কলকলিঘাট স্টেশন থেকে চন্দন ভৌমিক জহরনগরে এলেন তা তিনি বলতে পারছেন না৷
প্রসঙ্গত, গত ৬ মে অসমের কলকলিঘাট স্টেশনে নিখোঁজ হয়েছিলেন তেলিয়ামুড়ার কলইপাড়ার বাসিন্দা চন্দন ভৌমিক৷ শিলচর থেকে চিকিৎসা সেড়ে বাড়ি ফেরার পথে কলকলিঘাট স্টেশনে তিনি নিখোঁজ হন৷ বারইগ্রাম জংশনে জিআরপি থানায় এবং তেলিয়ামুড়া থানায় তার স্ত্রী নিখোঁজ ডায়েরি করেছিলেন৷ ৯ দিন বাদে তিনি উদ্ধার হয়েছেন৷ তাকে খঁুজে পাওয়ায় তার পরিবারে স্বস্তি ফিরেছে৷