দুই সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টা, থানায় ডেপুটেশন কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ কৈলাসহরের সার্কিট হাউজ সংলগ্ণ এলাকায় দুই সন্তানের জননীর শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এব্যাপারে অভিযুক্তের নামধাম উল্লেখ করে কৈলাসহর মহিলা থানার ওসি অভিযুক্তকে গ্রেপ্তার না করায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

পুলিশ অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে পেয়েও গ্রেপ্তার করেনি বলে অভিযোগ৷ এমনকি ঘটনার তিনদিন পরও মামলা রেজিস্ট্রি না করায় ক্ষুব্ধ মহিলা সোমবার কংগ্রেস ভবনে গিয়ে কংগ্রেস নেতাদের ঘটনাটি জানান৷ শ্লীলতাহানী ও ধর্ষণের চেষ্টার ঘটনায় পুলিশ মামলা গ্রহণ না করায় কংগ্রেস দলের পক্ষ থেকে তীব্র অসন্তোষ ব্যক্ত করা হয়৷ অভিযোগকারীনিকে সঙ্গে নিয়ে উনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জমান, রুদ্রেন্দ্র ভট্টাচার্য সহ অন্যরা কৈলাসহর মহিলা থানায় যান৷ ঘটনায় তিনদিন পরও কেন মামলা নেওয়া হলো না সে বিষয়ে স্পষ্টীকরণ চান কংগ্রেস নেতৃত্ব৷ কিন্তু মহিলা থানায় ওসি অপর্ণা দেবনাথ এ ব্যাপারে কোনও সদোত্তর দিতে পারেননি৷ অভিযোগকারী মহিলা জানান গত ১০ মে সকালবেলা তার স্বামী অটো নিয়ে রুটি রোজগারের জন্য বেরিয়ে যান৷ কিছুক্ষণ পরই প্রতিবেশী শ্যামাপ্রসাদ রাজকুমার ঘরে ঢুকে তার শ্লীলতাহানী কবে এবং ধর্ষণের চেষ্টা করে৷ মহিলার চিৎকারে প্রতিবেশীরা বেরিয়ে এসে অভিযুক্তকেও দেখতে পান৷ তখন সে সেখান থেকেই পালিয়ে যায়৷  ঘটনার পরপরই কৈলাসহর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা৷ কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ কোনও উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ৷

কংগ্রেস দলের পক্ষ থেকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হয়েছে৷ অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারী দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, গত ১লা মেয় অপর একটি ধর্ষণের ঘটনায় পরও মহিলা থানায় পুলিশ একই ধরনের ভূমিকা পালন করেন৷ শেষ পর্যন্ত চাপের মুখে পড়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে মহিলা থানার পুলিশ৷