নয়াদিল্লি, ১৪ মে (হি.স.) : পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধির জন্য তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী বলে মনে দাবি করেছেন সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
মঙ্গলবার ট্যুইটারে সীতারাম ইয়েচুরি লেখেন, ২০০২ সালের গুজরাটের দাঙ্গা পর মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন। ২০০৪ সালেও বিজেপির সঙ্গে জোট বেঁধেছিলেন তিনি। বাংলায় বিজেপি প্রবেশ ঘটিয়েছিলেন এবং আজ পর্যন্ত সেই ধারা মমতা বন্দ্যোপাধ্যায় বজায় রেখেছিলেন।উল্লেখ্য, পশ্চিমবঙ্গে একের পর একে প্রচার চালিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্যে কংগ্রেস এবং সিপিআই(এম)-কে সরিয়ে কার্যত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে বিজেপি। বিজেপি বহু কেন্দ্রীয় মন্ত্রী এবং জাতীয় স্তরের নেতারা পশ্চিমবঙ্গে প্রচার চালিয়েছে। ফলে কার্যত রাজনৈতিক অস্তিত্ব সঙ্কটে পড়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ক্ষোভ উগড়ে দিয়েছে সীতারাম ইয়েচুরি বলে মনে করছে রাজনৈতিক মহল।