BRAKING NEWS

ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে লণ্ডভণ্ড ওডিশা : মৃতের সংখ্যা বেড়ে ৬৪, বিদ্যুৎ ও জলের সঙ্কট অব্যাহত

ভুবনেশ্বর, ১৩ মে (হি.স.): ঘূর্ণিঝড় ‘ফণী’-র তাণ্ডবের পর কেটে গিয়েছে বহুদিন| অথচ এখনও স্বাভাবিক ছন্দে ফিরত পারল না ওডিশা| বিদু্যত্ ও জলের সঙ্কটের পাশাপাশি ওডিশায় মৃতের সংখ্যাও ক্রমশই লাফিয়ে লাফিয়ে বাড়ছে| ওডিশা প্রশাসন সূত্রের খবর, ওডিশায় এখনও পর্যন্ত ‘ফণী’-র তাণ্ডবে ৬৪ জনের মৃত্যু হয়েছে| শুধুমাত্র পুরীতেই ৩৯ জনের মৃত্যু হয়েছে, কেন্দ্রাপাড়ায় প্রাণ হারিয়েছেন ৩ জন, ময়ূরভঞ্জে মৃতের সংখ্যা ৪, জাজপুরে ঘূর্ণিঝড়ের বলি হয়েছেন ৩ জন, কটকে ৬ জনের মৃত্যু হয়েছে এবং খোর্দ্ধায় ৯ জনের মৃত্যু হয়েছে|

অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’-র তাণ্ডবে ওডিশার ১৪টি জেলার প্রায় ১.৬৪ কোটি মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছেন| ওডিশায়  পানীয় জল ও বিদ্যুৎ সঙ্কট এখনও অব্যাহত রয়েছে| পানীয় জলের অভাবে  মানুষজনের মধ্যে হাহাকার পড়ে গিয়েছে| এছাড়াও বিস্তীর্ণ এলাকায় এখনও বিদু্যত্ নেই| ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ইতিমধ্যেই জানিয়েছেন, ‘ফণী’-র তাণ্ডবে যে সমস্ত বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন করে বানিয়ে দেওয়া হবে|

উল্লেখ্য, চলতি মাসের ৩ তারিখ ওডিশা উপকূলের কাছে পুরীতে আছড়ে পড়েছিল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী| পুরী, ভুবনেশ্বর ও গঞ্জাম-সহ ওডিশার উপকূলবর্তী জেলাগুলিতে তাণ্ডব চালায় ‘ফণী’| ভুবনেশ্বরে ভেঙে পড়ে প্রচুর গাছ| ওডিশায় তাণ্ডব চালানোর পর শক্তি হারিয়ে পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিল ‘ফণী’|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *