ক্যানিং, ১৩ মে (হি.স.): অনুপ্রবেশকারীদের ভোটের উপর নির্ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার| মমতা সরকার বদলে দিন, আরও জাঁকজমক করে মা দুর্গার পুজো হবে গোটা পশ্চিমবঙ্গে| দক্ষিণ ২৪ পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ক্যানিংয়ে নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করে এমনই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| আগামী ১৯ মে সপ্তম তথা লোকসভা নির্বাচনের অন্তিম দফায়, দক্ষিণ ২৪ পরগনার জয়নগর লোকসভা আসনে ভোটগ্রহণ হবে| জয়নগর লোকসভা আসনের বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারির সমর্থনে সোমবার সকালে ক্যানিংয়ের পিডাব্লিউডি ময়দানে (নতুন বাস টার্মিনাল) নির্বাচনী জনসভা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| এদিন নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করে অমিত শাহ বলেছেন, ‘অনুপ্রবেশকারীদের ভোটের উপর নির্ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার| মমতা সরকার বদলে দিন, আরও জাঁকজমক করে মা দুর্গার পুজো হবে| আগামী ২৩ মে যে ভোটগণনা হতে চলেছে, তার জন্য ১৯ মে মমতার ক্ষমতা উল্টে দিন| গোটা পশ্চিমবঙ্গে অত্যন্ত গৌরবের সঙ্গে আবারও দুর্গাপুজো হবে, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি| পশ্চিমবঙ্গে পূর্ণ গৌরবের সঙ্গে দুর্গাপুজো হবে, এমন পরিবেশ তৈরি করবে বিজেপি|’
বাংলায় জয় শ্রীরাম বললেই জেলে পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়| কিছুদিন আগেই এমন দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| উদাহরণ অবশ্য রয়েছে, চন্দ্রকোণায় যাওয়ার পথে ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনে কনভয় দাঁড় করিয়ে রুখে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| মমতাকে দেখে কয়েকজন পালাতে শুরু করলে, মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘পালাচ্ছিস কেন?’ জয় শ্রীরাম স্লোগান প্রসঙ্গে সোমবার ক্যানিংয়ের নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, ‘আমি বলছি জয় শ্রীরাম| কলকাতার জন্য রওনা হচ্ছি, আমায় গ্রেফতার করে দেখান|’
সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং (জয়নগর লোকসভা কেন্দ্র) ছাড়াও যাদবপুর এবং উত্তর ২৪ পরগনার বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত রাজারহাটেও পৃথক তিনটি জনসভা করার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের| কিন্তু, যাদবপুরে অমিত শাহের নির্বাচনী জনসভা বাতিল করা হয়েছে| এ প্রসঙ্গে জয়নগরের জনসভা থেকে অমিত শাহ বলেছেন, ‘আমার সভা বাতিল করেছে তৃণমূল সরকার| কিন্তু, আমাদের বলতে দিন আর না দিন-বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তৃণমূল কংগ্রেসকে হারাবেই| বাংলার মানুষ বিজেপির সঙ্গে আছেন| আজ তিনটি জায়গায় সভা করার কথা ছিল, কিন্তু মমতাজির ভাইপো তার মধ্যে একটি আসন থেকে লড়ছেন| ভাইপো হেরে যাবে, এই ভোট পাচ্ছেন তিনি| এই কারণেই আমার জনসভা বাতিল করা হয়েছে|’
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করে অমিত শাহ আরও বলেছেন, ‘রবীন্দ্রনাথের বাংলায় ‘বাংলা ভাষা’ পড়তে চেয়ে দু’জন প্রাণ হারিয়েছেন| যেখানে এক সময় রবীন্দ্র সংগীত শোনা যেত, সেখানে তৃণমূলের বোমা গুলির আওয়াজ শোনা যায়| মানুষ মমতা দিদির নেতৃত্বে বিরক্ত, পরিবর্তন চাইছেন|’ নির্বাচনী জনসভায় উপস্থিত মানুষদের উদ্দেশ্যে অমিতের বার্তা, ‘‘বাংলায় ‘ভাইপো’ কর চলছে| তোলাবাজি, সিন্ডিকেট, সন্ত্রাস বাংলার মানুষকে অতিষ্ট করে দিয়েছে| বাংলার গৌরবময় দিন ফিরিয়ে আনতে পারেন একমাত্র শ্রী নরেন্দ্র মোদী| আরও একবার মোদী সরকারের জন্য ভোট দিন| মমতা দির শাসনকে উত্খাত করুন| শেষ দফার ভোটের আগে এটাই আপনাদের কাছে আমার আবেদন|’
উল্লেখ্য, আগামী ১৯ মে উনিশের লোকসভা নির্বাচনের সপ্তম তথা অন্তিম দফার ভোটগ্রহণ| জয়নগর লোকসভা আসনের বিজেপি প্রার্থী হলেন অশোক কাণ্ডারি, তৃণমূল প্রার্থী হলেন প্রতিমা মণ্ডল, কংগ্রেস প্রার্থী তপন মণ্ডল এবং বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী সুভাষ নস্কর| ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জয়নগর সংসদীয় আসনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল|