গুরদাসপুর, ১৩ মে (হি. স.): অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পেলেন পঞ্জাবের গুরদাসপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী-অভিনেতা সানি দেওল। সোমবার সকালে গুরদাসপুরে সোহল গ্রামে একটি গুরুদ্বারের কাছে এই তারকা প্রার্থীর এসইউভি গাড়ির সঙ্গে আরও তিনটি গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষে সানি দেওলের গাড়ির চাকা ফেটে যায়। যদিও সদ্য গেরুয়া শিবিরে যোগ দেওয়া এই তারকা প্রার্থীর কোনও আঘাত লাগেনি। দুর্ঘটনাস্থল থেকে তাঁকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে গুরদাসপুর থানার পুলিশ। গুরদাসপুরের পুলিশের ডেপুটি সুপার (গ্রামীণ) মনজিত সিং জানিয়েছেন, ফতেগড় চুড়িয়ায় নিজের নির্বাচনী প্রচারসভায় যাওয়ার পথে সোহল গ্রামে একটি গুরুদ্বারের কাছে চারটি গাড়ির সংঘর্ষ হয়, যার মধ্যে একটি বিজেপি প্রার্থীর এসইউভি গাড়ি ছিল। অপর তিনটি গাড়ির সঙ্গে সংঘর্ষে সানি দেওলের গাড়ির চাকা ফেটে দুর্ঘটনা ঘটে। চারটি গাড়ির মধ্যে একটিতে ছিলেন স্বয়ং সানি দেওল, একটি গাড়ি ছিল জনৈক গ্রামবাসীর এবং অপর দুটি গাড়ি ছিল বিজেপি প্রার্থীর কনভয়ের অন্তর্গত। দুর্ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন ডিএসপি মনজিত সিং। তবে, দুর্ঘটনার পর ফতেগড় চুড়িয়ার প্রচারসভা বাতিল করেছেন বিজেপির এই তারকা প্রার্থী। প্রসঙ্গত, এই লোকসভা আসনে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস প্রার্থী এবং গুরদাসপুরের বিদায়ী সাংসদ সুনীল ঝাকার।