BRAKING NEWS

বাইপাসে দুসৃকতিদের ছুরির আঘাতে গুরুতর গাড়ি চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ দিনদুপুরে খুনের চেষ্টা বাইপাস রুডে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ জানা গিয়েছে, বাইপাস রোডে রবিবার একটি গাড়িকে আটক করে৷ গাড়ি চালক সেন্টু দেবকে কয়েকজন যুবক নিজেদের এলাকার মাফিয়া বলে পরিচয় দেয় এবং তোলা আদায় করার চেষ্টা করে৷ এনিয়ে বাকবিতন্ডা হয়৷ একসময় দুসৃকতিরা গাড়ি চালককে ছুরি দিয়ে আঘাত করে৷ তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে৷

পরিস্থিতি বেগতিক দেখে দুসৃকতিকারীরা পালিয়ে যায়৷ পরে বিষয়টি পুলিশকে জানানো হয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়েছে৷ তথ্য তল্লাসী করেছে৷ রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ এই ঘটনায় জড়িত কাউকেই ধরতে পারেনি৷ প্রসঙ্গত, নিত্যদিন খয়েরপুর থেকে আমতলী পর্যন্ত বাইপাস রোডে দুসৃকতিকারীরা বাইক নিয়ে ঘুরাফেরা করে৷ এদের বিরুদ্ধে পুলিশ কঠোর কোন ব্যবস্থা গ্রহণ করছে না৷ তাতে করে, যান চালকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *