নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ উনকোটি জেলার কৈলাসহরে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ নাগরিকরা এখনও পর্যন্ত প্রয়োজনীয় ক্ষতিপূরণ পাননি৷ এক বছর গড়িয়ে যাওয়ার পরও প্রশাসন এক্ষেত্রে নিরব ভূমিকা পালন করে চলেছে৷ উনকোটি জেলা কংগ্রেস কমিটি শনিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে বহুবার দাবি জানিয়েছে কিন্ত এখনও পর্যন্ত ৭০ শতাংশ ক্ষতিগ্রস্তরা প্রয়োজনীয় ক্ষতিপূরণ পাননি ৷

তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উনকোটি জেলা কংগ্রেস সভাপতি মহম্মদ বদরুজ্জমান৷ তিনি বলেন বন্যার পর আজ পর্যন্ত ক্ষতিগ্রস্ত বাঁধ গুলি সারাই হয়নি৷ এজন্য ১০ কোটি টাকা ব্যায় হয়ে গেছে বলে বলা হচ্ছে৷ বাঁধ নির্মানের যেটুকু কাজ হয়েছে তাঁর গুণগত মান নিয়েও প্রশ্ণ তুলেছে জেলা কংগ্রেস৷ কৈলাসহর ও তার পার্শ্ববর্তী এলাকায় ভাঙ্গন রোধে যে বোল্ডার ফেলা হয়েছে তা খুবই নিম্নমানের৷ অবিলম্বে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দল৷ অন্যথায় তারা অবিলম্বে বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে হুশিয়ারি দিয়েছেন৷ উল্লেখ্য গত বছরের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উনকোটি জেলার কৈলাসহর এলাকা৷ রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং ঐসব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী ও পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপুরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ কিন্তু সেই প্রতিশ্রতি অথৈ জলে৷ ক্ষতিগ্রস্ত পরিবার গুলি মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি খেলাপের ঘটনায় ক্ষোভে ফুসছেন৷ যেকোনো সময় এই ক্ষোভের বহিপ্রকাশ ঘটতে পারে৷ রাজ্যে নির্বাচনি প্রক্রিয়া চলতে থাকায় ক্ষতিগ্রস্তরা এবিষয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই নিরব রয়েছেন৷ নির্বাচন ফলাফল ঘোষণার পর থেকেই ইস্যুটি আরও মাথাচাড়া দিয়ে ওঠার সম্ভাবনা প্রবল৷