BRAKING NEWS

সংঘর্ষ-পীড়িত হাইলাকান্দিতে বেলা ১২টা থেকে তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল

হাইলাকান্দি (অসম), ১২ মে (হি.স.) : পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় রবিবার বেলা ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছিল হাইলাকান্দিতে। হাতে তিন ঘণ্টা সময় পেয়ে পুর নাগরিকরা তড়িঘড়ি খাদ্যদ্রব্য কেনাকাটায় বাজারে হুমড়ে পড়েন। প্রসঙ্গত, শুক্রবার বিবদমান দুই গোষ্ঠীর সংঘৰ্ষকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বরাক উপত্যকার হাইলাকান্দি জেলা সদর শহরে বেলা একটায় অনির্দিষ্টকালীন কারফিউ জারি করেছিল প্রশাসন। পরবর্তীতে শনিবার এক বিজ্ঞপ্তি করে কারফিউ-এর সময়সীমা আজ রবিবার সন্ধ্যা পর্যন্ত বাড়িয়েছিলেন জেলাশাসক কীর্থি জল্লি।

কিন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ বেলা ১২টা থেকে তিন ঘণ্টার জন্য শিথিল করা হয়েছিল।উল্লেখ্য, শুক্রবার দুপুরে প্রকাশ্য রাস্তায় জুম্মার নামাজ আদায়কে কেন্দ্র করে গোটা শহরে দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। উন্মত্ত জনতা ইট পাটকেল ছোঁড়া থেকে শুরু করে গাড়ি-ঘোড়ায় ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়াও হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ জওয়ান আহত হয়েছেন। তখন উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রিত করতে বেশ কয়েক রাউন্ড শূন্যে গুলি ছোঁড়ে পুলিশ। এতে নয়জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে জামির হুসেন নামের এক যুবকের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল (এসএমসিএইচ)-এ মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *