BRAKING NEWS

রাজনৈতিক প্রতিহিংসায় রাজধানীর জয়পুর সীমান্তে ছুরিকাহত দুই ভাই, উত্তেজনা চরমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ আবারও রাজনৈতিক হিংসায় উত্তেজনা ছড়ালো রাজধানীর জয়পুর উত্তরপাড়া বাংলাদেশ সীমান্তে৷ কাঁটাতারের বেড়া সংলগ্ণ এলাকায় শনিবার রোজার শেষে ইফতেরা করতে যাওয়ার পথে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে অতর্কিতে ছুরিকাঘাতে গুরুতর আহত হল দুই ভাই আকরাম আলী ও ইকরাম আলী৷ রবিবার পুণঃ ভোটের জন্য দিনক্ষণ ধার্য হওয়ার পর থেকেই ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের প্রক্রিয়াটি পুনরায় শুরু হয়ে যায়৷ আর ভোটের আগের দিন সন্ধ্যায় দুই দুষৃকতিকারী শানু মিঞা ও শাহিন মিঞা দুই ভাইকে ছুরিকাঘাত করে ভোট প্রভাবিত করে শাসক দলের অনুকূলে নিতে চেয়েছে৷

তাদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন কুকর্মের জন্য থানায় একাধিক মামলা রয়েছে৷ পুলিশ সকল ব্যাপারে অবগত হয়েও তাদের ছাড় দিয়ে যাচ্ছে৷ ভোটের আগের দিন এহেন ঘৃণ্য আক্রমণে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ এদিকে আইজিএম হাসপাতালে আহতদের দেখতে গিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক জানান সকালে একবার শাসক দলীয় দুষৃকতিকারীরা তাদের উপর আক্রমণ করতে গিয়েছিল তখন কেন্দ্রীয় বাহিনী তাদের কাছ থেকে দা উদ্ধার করে নিয়ে আসে৷ পরবর্তীতে সন্ধ্যায় আবার মরিচের গুড়ো থেকে চোখে মেরে পুনরায় একজনকে ছুরিকাঘাতে রক্তাক্ত করে গত ১১ তারখে নির্বাচনের পুনরাবৃত্তি করতে চাইছে৷ পুলিশের নিকট অভিযোগ দায়ের করা হচ্ছে বলেও তিনি জানান৷ রাজনৈতিক প্রতিহিংসায় রাজধানীর জয়পুর উত্তর পাড়ায় উত্তেজনা৷ দুই দুষৃকতিকারীর ছুরিকাঘাতে আকরাম আলী ও ইকরাম আলী নামে দুই ভাই গুরুতর আহত হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *