নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ রাজনীতির বদলে ব্যক্তিগত আক্রমণ হচ্ছে বেশি৷ তাই, বিজেপি-র প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের সাথে দেখা প্রতিকার চাইলেন ত্রিপুরা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ৷ রাজমাতা বিভুকুমারী দেবীর লেখা চিঠি তিনি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন৷ তাতে বিদ্যুৎ বিল বকেয়া নিয়ে যে প্রচার চালানো হচ্ছে তার তীব্র বিরোধিতা করেছেন রাজমাতা৷ আজ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, চুক্তি অনুযায়ী উজ্জ্বয়ন্ত প্রাসাদের জন্য বছরে ২৬,৫০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা৷ বাকি অন্যান্য সম্পত্তির জন্য যথাসময়ে বিদ্যুতের বকেয়া বিল মিটিয়ে দেওয়া হচ্ছে৷
তাই, রাজ পরিবারকে জড়িয়ে অযথা বিভ্রান্তি যেন ছড়ানো না হয় তা নিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ তিনি বলেন, রাজমাতাও মুখ্যমন্ত্রীর কাছে এই অনুরোধ জানিয়েছেন৷প্রদ্যুতের কথায়, ত্রিপুরায় আলোচনার জন্য অনেক সমস্যা রয়েছে৷ কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হতে পারে৷ কিন্তু, সেদিকে নজর দেওয়ার বদলে রাজনীতির নামে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে৷ তিনি বলেন, কংগ্রেসের সমস্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, কোনও ব্যক্তিগত আক্রমণ করা যাবে না৷ রাজনৈতিক লড়াই রাজনীতি দিয়ে লড়তে হবে৷তাঁর বক্তব্য, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরায় বিভিন্ন সময়ে রাজ পরিবারকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করা হয়েছে৷ কিন্তু, কাঁচের ঘরে থেকে অন্যের বাড়িতে ঢিল ছোঁড়া উচিত নয়, তা হয়তো মানুষ ভুলে গেছেন৷ তাঁর কথায়, ত্রিপুরায় কোনও যুদ্ধ শুরু হয়নি৷ গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব পালন করছি আমরা৷ কিন্তু দেখা যাচ্ছে, একের পর এক ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে নির্বাচনের পরিবেশকে বিষিয়ে তোলা হচ্ছে৷
প্রদ্যুতের দাবি, তাঁর নামে কোনও বিদ্যুতের বিল বকেয়া নেই৷ ত্রিপুরার ভারতভুক্তির চুক্তি অনুযায়ী উজ্জ্বয়ন্ত প্যালেসের জন্য বছরে ২৬,৫০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা রয়েছে৷ তার অতিরিক্ত নিজেদের সমস্ত সম্পত্তির বিদ্যুৎ বিল আমরাই মিটিয়ে দিচ্ছি, বলেন প্রদ্যুৎ কিশোর৷ তিনি বলেন, রাজমাতা বিভুকুমারী দেবী মুখ্যমন্ত্রীকে সমস্ত বিষয় অবগত করে চিঠি দিয়েছেন৷ বিষয়টি মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন, রাজমাতা সেই আশা প্রকাশ করেছেন৷