থাণে (মহারাষ্ট্র), ১০ মে (হি.স.): মহারাষ্ট্রের থাণে-তে আবাসনের পয়ঃপ্রণালী প্ল্যান্ট পরিষ্কার করার দমবন্ধ হয়ে প্রাণ হারালেন ৩ জন শ্রমিক| বৃহস্পতিবার মধ্যরাত ১২.২৫ মিনিট নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে থাণে-র ঢোকালির প্রাইড প্রেসিডেন্সি লাক্সারিয়া হাউজিং কমপ্লেক্সের পয়ঃপ্রণালী প্ল্যান্টে| মধ্যরাত ১২.২৫ মিনিট নাগাদ পয়ঃপ্রণালী প্ল্যান্ট পরিষ্কার করার সময় ১৩০ কিউবিক মিটার গভীর পয়ঃপ্রণালী প্ল্যান্টে আটকে পড়েন ৮ জন শ্রমিক| তাঁদের মধ্যে ৩ জনের দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে| বাকি পাঁচজনকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
থাণে মিউনিসিপ্যাল কর্পোরেশন (টিএমসি)-এর রিজিওনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল-এর প্রধান সন্তোষ কদম জানিয়েছেন, মধ্যরাতে পয়ঃপ্রণালী পরিষ্কার করার সময় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ৩ জন শ্রমিক| বাকি ৫ জন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| মৃত শ্রমিকদের নাম হল-অমিত পুহাল (২০), অমন বাদল (২১) এবং অজয় ৱুমবাক (২৪)| এই ঘটনায় কাপুরবাওয়াদি থানায় মামলা রুজু করা হয়েছে এবং মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে|