BRAKING NEWS

অনুমতি হত্যা মামলায় গ্রেপ্তার মৃতার দেবর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ সিপাহিজলা জেলার অন্তর্গত কমলাসাগর বিধানসসভা এলাকার মধুপুর থানাধীন ব্রজেন্দ্রনগরে গৃহবধ অনমুত সরকারকে গাছে বেঁধে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে৷ তারা হল শাশুড়ি মায়ারাণী চৌধুরী, ননদ বুল্টি চৌধুরী, দুই দেবর পিন্টু চৌধুরী এবং বান্টি চৌধুরী৷ বৃহস্পতিবার মধুপুর থানার পুলিশ এই চারজনকে আটক করে থানায় নিয়ে যায়৷ পরে মৃতার দেবর বান্টি চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ থানায় রেখে দেয় তাকে৷ বাকি তিনজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে৷ পুলিশ ধৃত বান্টি চৌধুরীকে জোর জিজ্ঞাসাবাদ করছে৷

প্রসঙ্গত, মঙ্গলবার রাত তখন আনুমানিক দুটো, এলাকার লোকজন কোনও নারী কণ্ঠে আর্ত চিৎকার শুনে ঘর ছেড়ে বেরিয়ে দেখেন একটি গাছে বাধা মহিলার শরীর আগুনে পুড়ছে৷ এগিয়ে গিয়ে তাঁরা অনুমতি সরকারের শরীরের আগুন নিভিয়ে তাকে হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন গৃহবধূ অনুমতি৷ তাঁর শরীরের প্রায় পঁচানববই শতাংশ পুড়ে গেছে৷ প্রতিবেশীদের অভিযোগ, অনুমতি সরকারকে পরিকল্পিতভাবে তাঁর শ্বশুর বাড়ির লোকেরা হত্যা করেছে৷ তাঁরা বলেছেন, গৃহবধূ অনুমতির সঙ্গে তাঁর শ্বশুর বাড়ির লোকেদের প্রায় সময় ঝগড়া হত৷ এমনকি ঘটনার দিন রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়েছে৷ প্রতিবেশীরাও ধারণা করছেন, যৌতুকের জন্যই গৃহবধূকে হত্যা করা হয়েছে৷ এদিকে নিহতের বাপের বাড়ির পক্ষ থেকে অনুমতির শ্বশুর, শাশুড়ি ও দুই দেবরের বিরুদ্ধে পরিকল্পিত খুনের অভিষোগ তোলা হয়েছে৷ অভিযোগ, তাঁদের মেয়েকে বিয়ের পর থেকেই প্রতিনিয়ত যৌতুকের জন্য নির্যাতন করতো তার শ্বশুর বাড়ির লোকেরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *