রায়পুর, ৮ মে (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়া জেলায় মাওবাদী নিকেশ অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল নিরাপত্তা রক্ষী বাহিনী| দান্তেওয়াড়া জেলার আরানপুর থানার অন্তর্গত গোন্ডেরাস জঙ্গলে নিরাপত্তা রক্ষী বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন কুখ্যাত মাওবাদী| সাময়িকের জন্য গুলির লড়াই থেমে যাওয়ার পর এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ইনসাস রাইফেল, একটি ১২ বোরে আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ| ছত্তিশগড় পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দান্তেওয়াড়া জেলার আরানপুর থানার অন্তর্গত গোন্ডেরাস জঙ্গলে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার সকালে গোন্ডেরাস জঙ্গলে অভিযান চালায় জেলা রিজার্ভ গার্ড(ডিআরজি) এবং স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর যৌথবাহিনী| ঘন জঙ্গলে তল্লাশি অভিযান চলাকালীন সকাল পাঁচটা নাগাদ নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে এলোপাথাড়ি গুলির লড়াই শুরু হয়| দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে এনকাউন্টারে খতম হয়েছে দু’জন কুখ্যাত মাওবাদী|
পদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ইনসাস রাইফেল ও একটি ১২ বোরে আগ্নেয়াস্ত্র|এছাড়াও কার্তুজ এবং অন্যান্য সামগ্রীও উদ্ধার করা হয়েছে|এনকাউন্টার প্রসঙ্গে দান্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লব জানিয়েছেন, ‘‘এই অভিযানে অংশ নিয়েছিলেন জেলা রিজার্ভ গার্ড-এর মহিলা কমান্ডো ‘দান্তেশ্বরী লাড়াকে’| সক্রিয় মাওবাদী অথবা আত্মসমর্পণ করা মাওবাদীদের স্ত্রীদের নিয়েই তৈরি হয়েছে এই মহিলা কমান্ডো বাহিনী| রয়েছেন ৩০ জন মহিলা কমান্ডো|’